মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানী দুইটিট ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভাটারা এলাকার বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালায় ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এ সময় প্রতিষ্ঠানগুলোর ল্যাবরেটরি ও ফার্মেসিতে বিভিন্ন ওষুধ ও কেমিক্যাল যাচাই করেন কর্মকর্তারা। একটি ল্যাবরেটরিতে মেয়াদ পেরিয়ে যাওয়া রি-এজেন্ট পাওয়ার ফলে হাসপাতালটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তার কর্মকর্তারা।
পরে আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে মূল্য তালিকা না থাকা ও সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করার অভিযোগে ২০ হাজার জরিমানা আদায় ও সতর্ক করা হয়। কর্মকর্তারা জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় ও অনিয়ম রোধে এ অভিযান চলমান থাকবে।
/এমএন

