Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর দিঘিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হক উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে।

খবরের সত‍্যতা নিশ্চিত করে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. মনির জানান, গাছের পাশে বৈদ্যুতিক লাইনের তার ছিলো। অসতর্ক অবস্থায় ওই ব্যক্তি গাছের ডাল কাটতে গেলে ডাল গিয়ে তারের সাথে লাগলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। এ সময় তাকে গাছের সাথে ঝুলে থাকতে দেখে স্থানীয় লোকজন ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে গাছের ওপর থেকে নিহতের মরদেহ নিচে নামিয়ে আনে।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক আজগর হোসেন জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এটিএম/

Exit mobile version