Site icon Jamuna Television

ইরাকে হোটেলে অগ্নিকাণ্ড

ইরাকের কুর্দিস্তানের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করা হয়েছে বহুতল ভবনে আটকা পড়া ৪০ জনকে। খবর আল জাজিরার।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে আগুন ছড়িয়ে পড়ে ইরবিলের ৭ তলা ভবনে। এ সময় হোটেলের ছাদে আশ্রয় নেয় বাসিন্দারা। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ধসে পড়ে ভবনের একটি অংশ।

পুলিশ জানায়, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকৃতদের শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি এখনো। এ বিষয়ে তদন্ত চলছে।

এটিএম/

Exit mobile version