Site icon Jamuna Television

পঞ্চগড়ে জমে থাকা হাঁটু পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে তামিলা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত তামিলা বেওয়া ওই এলাকার মৃত শনিবুল্লাহর স্ত্রী।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার সকালে তামিলা বেওয়া দোকানে নাস্তা কেনার জন্য নাতির মেয়ে সুমুকে নিয়ে বাড়ি থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর বাড়ির পাশে হাঁটু পরিমাণ জমা পানিতে পা পিছলে পড়ে যান তিনি। সাথে সাথে সুমু চিৎকার শুরু করলে পরিবারের সদস্য এবং বৃদ্ধার মেয়ে সালেহা খাতুন ঘটনস্থলে ছুটে আসেন।

পরে অচেতন অবস্থায় তামিলাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা তামিলাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

এসজেড/

Exit mobile version