Site icon Jamuna Television

আগাম জামিন পেলেন গাজীপুর সিটির বরখাস্ত মেয়র জাহাঙ্গীর

মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ‘বিতর্কিত মন্তব্যের’ অভিযোগে ফরিদপুরের এক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

গত বুধবার এই মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ফরিদপুরের আদালত। এর আগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ‘বিতর্কিত মন্তব্যের’ অভিযোগে দেশের বিভিন্ন জেলায় হওয়া সাতটি মামলায় সম্প্রতি ছয় সপ্তাহের আগাম জামিন পান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

/এমএন

Exit mobile version