Site icon Jamuna Television

ঢাকায় আসছেন না নোরা

নোরা ফাতেহি (ছবি: সংগৃহীত)।

চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহির। তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত ঢাকায় আসছেন না তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

এক সাক্ষাৎকারে অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া জানান, ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীদের আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে তিনি আসবেন।

প্রসঙ্গত, নোরা ফাতেহি এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। সাকি সাকি, দিলবার গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। আইটেম গানের শিল্পী হিসেবেও নজর কেড়েছেন বলিউডের বেশ কিছু ছবিতে।

/এসএইচ

Exit mobile version