Site icon Jamuna Television

লামায় রাবার ইন্ডাস্ট্রিজের দখলে থাকা স্থানীয়দের জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্যরত লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্যরা।

লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দখলে থাকা স্থানীয়দের শেষ অবলম্বন ৪০০ একর জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে, লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ভূমি দখল বন্ধ করে ম্রো ও ত্রিপুরাদের ভোগ দখলীয় ৪০০ একর জুম ভূমিসহ কোম্পানি কর্তৃক দখলকৃত সকল জমি ফেরত দেয়া, ক্ষতিগ্রস্ত ম্রো ও ত্রিপুরাদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, জুম ভূমি কেটে ও আগুনে পুড়িয়ে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করা, অশোক বৌদ্ধ বিহারে হামলা ভাংচুর ও বুদ্ধ মূর্তি লুট এবং ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক রংধজন ত্রিপুরার ওপর হামলার সাথে জড়িত কামাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, জহির উদ্দিন গংদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা, কোম্পানি কর্তৃক ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দসহ ১১ জনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং বান্দরবানে রাবার ও অন্যান্য বাগান সৃজন কিংবা পর্যটন উন্নয়নের উদ্দেশ্যে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে দেয়া সকল জমির লিজ বাতিলের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরা। এ সময় লামা সরই ভূমি রক্ষা কমিটি’র সদস্য সচিব লাংকম ম্রো যুগ্ম আহ্বায়ক রেংয়েন ম্রো, যুগ্ম আহ্বায়ক ফদরাম ত্রিপুরা, যুগ্ম আহবায়ক সংলে ম্রো, সদস্য মথি ত্রিপুরা, সদস্য রুইপাও ম্রো প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

/এসএইচ

Exit mobile version