Site icon Jamuna Television

‘ব্যাংকের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না’

ফাইল ছবি

বৈশ্বিক অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমাতে আরও একটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় এবার ব্যক্তিগত কাজে ব্যাংকের গাড়ি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে, গত জুলাই মাসেও এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছিল।

সোমবার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি (পেট্রল, ডিজেল, গ্যাস ইত্যাদি), অয়েল ও লুব্রিকেন্টের ব্যবহার ২০ শতাংশ বা তার বেশি কমিয়ে আনার ব্যবস্থা চলমান রাখতে হবে। এক্ষেত্রে বরাদ্দকৃত জ্বালানির অপব্যবহার (যেমন ব্যক্তিগত কাজে বিধিবহির্ভূতভাবে অফিসের গাড়ি ব্যবহার, প্রাধিকার–বহির্ভূত গাড়ি বরাদ্দ ইত্যাদি) রোধকল্পে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে বলে নির্দেশ দেয়া হয়। এছাড়াও বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ বা আরও বেশি কমাতে কার্যকর ব্যবস্থা জোরদার করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদ্যুতের অপব্যবহারের ক্ষেত্রগুলো (যেমন প্রাধিকারের বাইরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, অপ্রয়োজনীয় বাতি জ্বালানো, গিজার, ইলেকট্রিক কেটলি, বৈদ্যুতিক সরঞ্জামের অধিক ও অপ্রয়োজনীয় ব্যবহার ইত্যাদি) চিহ্নিত করে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে দেয়া এক নির্দেশনায় পেট্রল, ডিজেল, গ্যাস, অয়েল ও লুব্রিকেন্টের জন্য বরাদ্দকৃত অর্থের ২০ শতাংশ ব্যয় সাশ্রয় করতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক।

/এসএইচ

Exit mobile version