Site icon Jamuna Television

ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন মোদি

দিল্লি সফরের ২য় দিনে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে নরেন্দ্র মোদি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো হয়।

এরপরে হায়দ্রাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দুই দেশের মধ্যে আজ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

ইউএইচ/

Exit mobile version