Site icon Jamuna Television

জয় দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু

সি গ্রুপের ম্যাচে শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।  বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়। র‍্যাঙ্কিংয়ে ফ্রান্সের থেকে পিছিয়ে থাকলেও ম্যাচের শুরু থেকেই সমান পাল্লা দিয়ে লড়েছে অস্ট্রেলিয়া। পগবা, গ্রিজম্যানদের নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগ নিয়েও প্রথমার্ধে তাই গোলের দেখা পায়নি ৯৮ চ্যাম্পিয়নরা। শেষ অর্ধে ৫৮ মিনিটে ও ৮২ মিনিটে গোল করে জয় দিয়ে মিশন শুরু করে ফ্রান্স।

গোল শূন্য প্রথমার্ধ শেষে মাঠে নেমে ডি-বক্সের মধ্যে গ্রিজম্যান ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স। আর স্পটকিক থেকে দলকে লিড এনে দিতে ভুলেননি অ্যান্থোনি গ্রিজম্যান। তবে এই আনন্দ বেশিক্ষণ উদযাপন করতে পারেনি ফ্রান্স সমর্থকরা।  ম্যাচের ৬২ মিনিটে স্পটকিক থেকে গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান মিলে জেদিনাক। দলের হয়ে এটি তার ১৯তম গোল। ফলে ৬২ মিনিটে ম্যাচেল ফলাফল দাঁড়ায় ১-১ এর সমতায়। এরপর ৮২ মিনিটে পল পগবার দারুন এক গোলে স্বস্তির জয় নিশ্চিত হয় এবারের আসরের অন্যতম শিরোপা দাবিদার ফ্রান্স।

শেষ পর্যন্ত এই স্কোরেই খেলার ৯০ মিনিট শেষ হয়।

 

Exit mobile version