Site icon Jamuna Television

প্রচণ্ড খরার পর বন্যার কবলে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চল

ছবি: সংগৃহীত

গতমাসে প্রচণ্ড খরার পর এবার বন্যার কবলে পড়েছে মেক্সিকো। ভারি বৃষ্টিপাতে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা বন্যায় বিপর্যস্ত হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

অতিবৃষ্টির ফলে বেড়ে যাচ্ছে নদীর পানি। তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট। সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে বন্ধ হয়ে গেছে বন্যাকবলিত এলাকায় যান চলাচল। বন্যার পানি বাড়িঘরেও ঢুকে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মুষলধারে বৃষ্টির কারণে নুয়েভো লিওন রাজ্যের বেশ কয়েকটি শহরে প্লাবিত বাড়িঘর, মানুষ এবং যানবাহন আটকা পড়েছে। শুক্রবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এ বৃষ্টিপাত চলতে পারে এক সপ্তাহ। রাজ্যটি গত মাসগুলিতে গুরুতর খরার মুখোমুখি হয়েছিল।

আরও পড়ুন: কানাডায় ছুরি হামলা: সন্দেহভাজন একজনের মরদেহ উদ্ধার

ইউএইচ/

Exit mobile version