Site icon Jamuna Television

বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি।

বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, একইসাথে খাদ্যবান্ধব কর্মসূচিও চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। প্রথম ধাপে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে; এরপর ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারী বাদ দিয়ে আবার মার্চ থেকে এপ্রিল পর্যন্ত চলবে। ১১ লক্ষাধিক মেট্রিক টন চাল সংগ্রহের টার্গেট প্রায় পুরোপুরি অর্জিত হয়েছে।

রাশিয়া থেকে ৫ লাখ টন গম, ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার চাল এবং ভারত থেকে ১ লাখ টন চাল কেনা হবে এ সময় উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। বলেন, মিয়ানমার থেকেও ২ লাখ টন চাল কেনার ইচ্ছা আছে। এই মুহুর্তে খাদ্যশস্যের মজুদ সর্বোচ্চ। বাজারে চালের দাম এখন নিম্নমুখী। সামনে আরও কমবে। বাজার মনিটরিং চলছে। বিদেশ থেকে বেশি দামে চাল কেনার অভিযোগ খারিজ করে দেন খাদ্যমন্ত্রী।

/এমএন

Exit mobile version