Site icon Jamuna Television

সুপেয় পানি আর প্রচণ্ড খাদ্যাভাবে ভুগছেন পাকিস্তানের বন্যা কবলিতরা

সুপেয় পানি এবং প্রচণ্ড খাদ্যাভাবে ভুগছেন পাকিস্তানের বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, প্রাকৃতিক বিপর্যয়ে ভুক্তভোগী ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ।

সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধু প্রদেশের আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দক্ষিণের এই প্রদেশটিতেই মারা গেছেন পাঁচ শতাধিক মানুষ, যার মাঝে ২১৯ জন শিশু। সেখানে ১২শর বেশি অস্থায়ী মেডিকেল ক্যাম্প গঠনের ঘোষণা দিয়েছেন সরকার প্রধান।

দুর্গত এলাকাগুলোতে দ্রুতহারে বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। তাছাড়া বিদ্যমান স্বাস্থ্য সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে প্রশাসন। জাতিসংঘের হিসেবে বন্যা কবলিত অঞ্চলগুলোয় ১ লাখ ২৮ হাজারের বেশি নারী গর্ভবতী। যাদের ৪২ হাজারই আগামী একমাসের মধ্যে করবেন সন্তান প্রসব।

দেশটিতে চলমান বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে দেড় হাজার। জাতিসংঘ ১৬০ মিলিয়ন ডলারের তহবিল বরাদ্দের ঘোষণা দিলেও পাকিস্তান বলছে, ক্ষয়ক্ষতি তার তুলনায় অনেক বেশি।

/এডব্লিউ

Exit mobile version