Site icon Jamuna Television

মেট্রোরেলের উদ্বোধন ডিসেম্বরে, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা: কাদের

আগামী ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, মেট্রোরেলে প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে দিয়াবাড়িতে মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

এ সময় তিনি আরও বলেন, এটা ফাইনাল ভাড়া। বিরোধীরা সমালোচনা করুক, আমরা কাজ করে সেটার জবাব দিবো বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না আ. লীগ: মির্জা ফখরুল
ইউএইচ/

Exit mobile version