Site icon Jamuna Television

ইউএস ওপেন থেকে নাদালের বিদায়

ছবি: সংগৃহীত

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে হেরে অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। র‍্যাঙ্কিংয়ের ২৬তম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস তিয়াফোর কাছে হেরে থেমে গেল নাদালের এবারের মিশন।

সোমবার (৫ সেপ্টেম্বর) ফ্ল্যাশিং মিডোর আর্থার অ্যাশে স্টেডিয়ামে ২৪ বছর বয়সী তিয়াফোর কাছে প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারেন নাদাল। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ালেও তৃতীয় সেটে একই ব্যবধানে হেরে বসেন। শেষ সেটটি ৬-৩ ব্যবধানে জিতে বড় অঘটনের জন্ম দেন তিয়াফো।

এদিকে, নাদালের মতো বড় তারকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়ায় বেশ উচ্ছ্বসিত ফ্রান্সিস তিয়াফো।

ইউএইচ/

Exit mobile version