যমুনা টেলিভিশনের কো-অর্ডিনেটর কবিরুজ্জামান লিটন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৫ বছর।
সম্প্রতি এক দুর্ঘটনায় মারাত্মক আহত হন লিটন। রাজধানীতে চিকিৎসা নিয়ে জন্মস্থান ফরিদপুরে অবস্থান করছিলেন তিনি। পায়ের অস্ত্রোপচারের জন্য গতকাল তাকে নেয়া হয় ফরিদপুর শহরের শমরিতা নামে একটি ক্লিনিকে। অপারেশন টেবিলেই লিটন স্ট্রোক করেন বলে জানান চিকিৎসকরা। সাথে সাথে নেয়া হয় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা লিটনকে মৃত ঘোষণা করেন।
লিটনের অকাল মৃত্যুতে শোকাহত যমুনা পরিবার। শোকের ছায়া নেমেছে তার নিজ গ্রাম মধুখালীর মুরারদিয়াতে। বাদ আছর জানাজা শেষে মুরারদিয়া মাদরাসা কবরস্থানে তাকে দাফন করা হবে। লিটনের ৭ এবং ৩ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।
/এডব্লিউ

