
জাতীয় বিদ্যুৎ গ্রিডে সমস্যার কারণে খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় ব্ল্যাক আউটের ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়ে এলাকাগুলোর সাধারণ মানুষ।
সকাল পৌনে নয়টায় রাজশাহীতে ব্ল্যাক আউট দেখা দেয়। এর প্রায় ৫৪ মিনিট পর ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করে। যদিও তানোর উপজেলাসহ বেশ কিছু এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
নেসকো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানায়, ৩৩ কেভি বিমানবন্দর কাটাখালী লাইনের গ্রিড থেকে ফ্রিকোয়েন্সি প্রায় ৪৭-এ নেমে যাওয়ায় তানোরসহ কয়েকটি উপজেলা এখনও সম্পূর্ণ বিদ্যুৎবিহীন রয়েছে।
একই দশা দেখা দেয় বরিশাল ও খুলনাতে। টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। বিঘ্নিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন। পরে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে মানুষের মাঝে।
/এডব্লিউ



Leave a reply