
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের সিংড়ায় শিকারির কাছ থেকে ৮টি ঘুঘু পাখি উদ্ধার করে মুক্ত আকাশে উড়িয়ে দেয়া হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড় বারইহাটি এলাকায় ঘুঘুগুলোকে অবমুক্ত করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, পাখি শিকারি মাহফুজ হোসেন খাঁচায় বন্দি করে আটটি ঘুঘু পাখি বাজারে বিক্রি করতে আসেন। বিষয়টি স্থানীয় পরিবেশকর্মীদের নজরে আসলে তারা পাখিগুলো জব্দ করেন। পরে পাখি শিকারি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান। ভবিৎষতে আর কোনো দিন পাখি শিকার করবেন না মর্মে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে মুচলেকা দেন তিনি।
পরে ঘুঘু পাখিগুলো আকাশে উড়িয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠনটির সহ-সভাপতি হাসান ইমাম, ইউপি সদস্য মহিউদ্দিন মনি, স্বেচ্ছাসেবী আনোয়ার হোসেন, সোহাগ আলীসহ অন্যান্যরা।
/এডব্লিউ



Leave a reply