Site icon Jamuna Television

চীনে বিশ্বের প্রথম শ্বাসযোগ্য করোনা ভ্যাকসিনের অনুমোদন

বিশ্বে প্রথমবারের মত শ্বাসযোগ্য কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন করলো চীন। কনভিডেসিয়া এয়ার নামের এই ভ্যাক্সিন তৈরি করেছে চীনা কোম্পানি ক্যান্সিনো বায়োলজিক্স ইনকরপোরেটেড।

চীনের জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন জানায়, ভ্যাকসিনটি বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে। আর ক্যান্সিনো জানায়, এটি সার্স কোভ-২ এর বিপরীতে বেশ কার্যকর। মাত্র এক শ্বাস গ্রহণেই পাওয়া যাবে ভালো ফলাফল।

বিবিসির এক খবরে জানানো হয়েছে, এখন পর্যন্ত এটি করোনা প্রতিরোধে শতকরা ৬৬ ভাগ কার্যকর এবং গুরুতর রোগের বিরুদ্ধে শতকরা ৯২ ভাগ কার্যকর।

/এডব্লিউ

Exit mobile version