Site icon Jamuna Television

পেরুর পেনাল্টি মিসে ডেনমার্কের শুভসূচনা

৩২ বছর পর বিশ্বকাপে ফেরা পেরুকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করলো ডেনমার্ক। সারানস্কের মরদোভা অ্যারেনায় গোলশূন্য প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল পেরু। গতিশীল খেলায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি নিজেদের ডি-বক্সে পেরুর কেভাকে ফেলে দেন ইউসুফ পাউলসেন। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ভিডিও রেফারিং অ্যাসিস্ট্যান্টের সিদ্ধান্ত বদলে দেয়। কিন্তু পেনাল্টি নিতে এসে বল পোস্টের উপরে উড়িয়ে মারলেন স্বয়ং কেভা। আর পেনাল্টি দিয়ে আরেকটু হলেই খল হতে যাওয়া পাউলসেনই কিনা নায়ক! ৫৯ মিনিটে ডেনমার্ককে দারুণ এক গোলে এগিয়ে দিয়েছেন এই স্ট্রাইকার।

ম্যাচজুড়ে প্রাধান্য ছিল পেরুর। গোলের সুযোগ সৃষ্টিতে, পতিপক্ষ শিবির তটস্থ রাখাতেও। কিন্তু কোনোভাবেই গোল পায়নি দক্ষিণ আমেরিকান দেশটি। দু’দলই আক্রমণ পাল্টা আক্রমণের ফুলঝুড়ি ছোটালেও শেষ পাউলসেনের গোলটিই ছিল একমাত্র গোল। পেরুর কেভা যেন আর্জেন্টিনার মেসি। মেসি পেনাল্টি মিস করলেও আর্জেন্টিনা ম্যাচ হারেনি। তবে, বিশ্বকাপের নবীন দল আইসল্যান্ডে বিপক্ষে এই ‘ড্র’ কঠিন করে তুলেছে আর্জেন্টিনার অবস্থান। আর কেভার পেনাল্টি মিসে হেরেই যেতে হলো পেরুকে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version