কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে আটক ১

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ মো. মাসুদুর রহমান (৪০) নামে এক জনকে আটক করেছে র‍্যাব। র‍্যাব জানিয়েছে, আটক মাসুদুর একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গতকাল বিকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ওই সন্ত্রাসীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে সে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply