২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে স্ত্রীর দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেলেন ক্রিকেটার আল আমিন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। স্ত্রী ইসরাত জাহানের দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করলে তাকে জামিন দেয়া হয়। ৮ সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আল আমিন সাংবাদিকদের জানিয়েছেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। বুধবার সংবাদ সম্মেলন করে সব জানাবেন।
গত ৩ সেপ্টেম্বর পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে মামলা করে তার স্ত্রী ইসরাত জাহান। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
/এমএন

