
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল এলাকায় তিস্তার শাখা নদী থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পেশায় ইজিবাইক চালক সুলতান মিয়া নামের ওই ব্যক্তি রংপুরের মিঠাপুকুর উপজেলার দর্জিপাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সুলতান মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে লাশের পাশে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এটিএম/



Leave a reply