
নতুন বাস তৈরিতে সময় লাগায় সেপ্টেম্বর মাসেও চালু হবে না নতুন তিন রুটের ২০০ বাস। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাস রুট রেশনালাইজেশন কমিটির নির্ধারিত ২২ ও ২৬ নাম্বার রুটে নতুন ১০০ বাস চালুর সম্ভাব্য তারিখ আগামী ১৩ অক্টোবর। আর ২৩ নাম্বার রুটের ১০০ নতুন বাস প্রস্তুত করতে একটি কোম্পানিকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। এ বিষয়ে কমিটির আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ২২ নাম্বার রুটের ৫০টি বাস তৈরি সম্পন্ন হলে ১৩ অক্টোবর ২২ নাম্বার ও ২৬ নাম্বার রুট চালু করা যাবে। বিভিন্ন কারণে এই ৫০টি বাস এখনও আনা যায়নি।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, নগর পরিবহনে একটি চ্যালেঞ্জ, একটি বাস রুট দিয়েই চ্যালেঞ্জগুলো বোঝা গেছে। ২২, ২৩ ও ২৬— এই তিনটি রুটে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে যাত্রা শুরু হবে।
/এমএন



Leave a reply