
ছবি: সংগৃহীত।
ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাককে হারিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন আরেক ভারতীয় বংশোদ্ভুত প্রীতি পটেল। এই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন বরাবর নিজের ইস্তফাপত্রটি জমা দিয়েছেন তিনি। বিষয়টি নিজেই ঘোষণা করেছেন টুইটারে। খবর এনডিটিভির।
সোমবার (৫ সেপ্টেম্বর) ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে ইস্তফাপত্রটি আপলোড করেছেন প্রীতি। সেখানে তিনি লিখেছেন, গত তিন বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। দেশকে রক্ষা করা এবং অভিবাসন ব্যবস্থার সংস্কারে কাজ করতে পেরে আমি গর্বিত। তিনি জানান, এই পদে নতুন যাকেই নিয়োগ দেয়া হোক, আমি পেছনে থেকে দেশের জন্য কাজ করে যাবো।
এদিকে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রিত্ব ছেড়েছেন বরিস জনসন। সকালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে থেকে দেন আনুষ্ঠানিক ভাষণ। এ সময় তার সরকারের গৃহীত করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি, ব্রেক্সিট বাস্তবায়ন এবং রুশ-ইউক্রেন যুদ্ধে ভূমিকার বিষয়গুলো তুলে ধরেন বরিস জনসন।
এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লিজ ট্রাস। মোট ভোটের ৫৭ শতাংশ পেয়ে জয়লাভ করেছেন তিনি। ভারতীয় বংশদ্ভুত ঋষি সুনাক পেয়েছেন ৪৩ শতাংশ ভোট। কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান স্যার গ্রাহাব ব্রাডি জানিয়েছেন, লিজ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি। সব সদস্যের মধ্যে ৮২.৬ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এসজেড/



Leave a reply