Site icon Jamuna Television

আফগানিস্তানে ঈদ অনুষ্ঠানে আইএসের বোমা হামলায় নিহত ২৬

আফগানিস্তানের নানগারহার প্রদেশের বাতিকোট জেলায় তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে একটি ঈদের অনুষ্ঠানে আত্মাঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে ওই হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আইএস।

ঈদ উপলক্ষে তালেবানদের ঘোষণা করা তিনদিনের অস্ত্রবিরতীর মধ্যেই ওই হামলা চালানো হয়। অস্ত্রবিরতি উপলক্ষ্যে ঈদ অনুষ্ঠানের আয়োজন করা হয় নানগারহার প্রদেশে। গাজী আমানুল্লাহ শহরে আয়োজিত এই এই অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে জড়ো হন আফগান সেনাবাহিনী এবং তালেবান সদস্যরা। এসময় সেখানে গাড়িবোমা নিয়ে আন্তঘাতী হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আইএস।

হতাহতদের বেশিরভাগই সেনাবাহিনী এবং তালেবান সদস্য।

বোমা হামলায় তালেবান যোদ্ধা ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে। উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ তাদের ওয়েবসাইট আমাকে এ হামলার দায় স্বীকার করেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি সন্ত্রাসী গোষ্ঠীটি।

Exit mobile version