Site icon Jamuna Television

চাঁপাইনবাবগঞ্জে চাকরি হারানোর অভিমানে নারী এনজিও কর্মীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে নাচোল থানা পুলিশ নেজামপুর ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সেখানে থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। চাকুরী থেকে অব্যাহতি দেয়ার অভিমানে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত নারী রাজশাহীর চারঘাট থানার বানেশ্বর গ্রামের সাইদুর রহমানের মেয়ে দিলরুবা খাতুন (২৮)। তিনি শতফুল বাংলাদেশ নামে ক্ষুদ্র ঋণ ভিত্তিক একটি এনজিওর নেজামপুর শাখায় জুনিয়র ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন। মাঠ পর্যায়ে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ এবং অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে সোমবার বরখাস্ত করা হয়।

বরখাস্ত পত্রের একটি অংশে সুইসাইড নোটে লিখা ছিল ‘আমার জীবন নষ্ট করে দিল এরিয়া মেডাম ও জোনাল স্যার’। আমি কোনো ছেলের সাথে প্রেম করিনা বা কারো সাথে কোনো সম্পর্ক নেই। আমাকে রাস্তার মেয়ে বানিয়ে দিল। আমি মারা গেলে এরিয়া মেডাম ও জোনাল স্যার দায়ী থাকবে।

প্রতিবেশীরা জানায়, সোমবার বেলা ১১টার দিকে ভাত রান্নার জন্য চাউল বের করে দেয়ার কিছুক্ষণ পর শয়নকক্ষের দরজা লাগিয়ে দেয় দিলরুবা। পরে খাবার খাওয়ার জন্য বেশ কয়েকবার ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে খবর দেন প্রতিবেশীরা। বাড়িওয়ালা ও প্রতিবেশী দিলরুবার মোবাইলে ফোনে কল দিয়ে সাড়া না পাওয়ায় পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে দরজার ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শতফুল বাংলাদেশ এনজিওর নেজামপুর শাখা ব্যবস্থাপক মুঞ্জুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো তথ্য প্রদান ও বরখাস্তের কারণও জানাতে অপারগতা প্রকাশ করেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, দিলারুবা রাজশাহী থেকে পরিচালিত ‘শতফুল বাংলাদেশ’ নামে একটি ক্ষুদ্র ঋণভিত্তিক এনজিও’র কর্মী ছিলেন। সোমবার সকালে তিনি চাকরি থেকে অব্যাহতিপত্র পান। এরপর দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নিজ কক্ষের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এটিএম/

Exit mobile version