মা ঘরে কাজ নিয়ে ব্যস্ত, পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

খেলতে খেলতে পুকুরে পড়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার জুই মনি নামের দুই বছরের এক শিশু মারা গেছে। শিশুটির মা তখন ঘরে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সোয়া দুই উপজেলার মধুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সন্তোষপুর চারআনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুই মনি ওই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য জাবের হোসেন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু জুই বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাইরে এসে দেখেন পুকুরে ভাসছে জুই মনি। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে মনির লাশ উদ্ধার করেন। এরপর সেখানে পুলিশ আসে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধারের পর পারিবারিকভাবে দাফন করা হয়েছে। তিনি পরামর্শ দিয়ে জানান, শিশু সন্তানদের নিয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply