Site icon Jamuna Television

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন রায়না

ছবি: সংগৃহীত

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সুরেশ রায়না। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। এবারের ঘোষণার মাধ্যমে আইপিএল এবং ভারতীয় ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারেরও ইতি টানলেন বিশ্বকাপজয়ী এই বাঁহাতি ব্যাটার।

নিজ টুইটার এ্যাকাউন্ট থেকে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পোস্ট করে রায়না লেখেন, নিজ দেশ এবং উত্তরপ্রদেশ রাজ্যকে প্রতিনিধিত্ব করতে পারা ছিল সত্যিই সম্মানের। সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চাই আমি।

২০২০ সালে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পরপরই রায়নাও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছিলেন। তবে এ বছর আইপিএলে কোনো দল পাননি রায়না। চেন্নাই সুপার কিংসও তাকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেনি।

অবসরের সিদ্ধান্তের মাধ্যমে রোড সেফটি সিরিজসহ অন্যান্য বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশ নেয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইলো না রায়নার। এরইমধ্যে রোড সেফটি সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

আরও পড়ুন: ক্যাচ ফেলায় আর্শদীপকে শিখ বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে তুলনা!

/এম ই

Exit mobile version