Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫ জনের, হাসপাতালে ভর্তি ৮৫০

ফাইল ছবি।

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে মারা গেছেন ৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৫০ রোগী। যাদের ৭১১ জনই রাজধানীর বাসিন্দা। ৮৫০ রোগীর মধ্যে ২৮৪ জন ভর্তি হয়েছেন ২৪ ঘণ্টার ব্যবধানে। আর একদিনে আক্রান্ত রোগীর সংখ্যা তিনশ এর বেশি।

চলতি বছরে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ চেহারা ছিল আগস্টে। মারা যান ১১ জন, আক্রান্ত হয় সাড়ে তিন হাজারের ওপর। আর সেপ্টেম্বরে প্রথম সপ্তাহ শেষের আগেই মৃতের সংখ্যা ১০। আক্রান্তদের দ্রুত কমে যাচ্ছে রক্তের প্লাটিলেট।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার জানিয়েছেন, হঠাৎ বৃষ্টিতে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। তাই অন্যান্য বছরের মতো অক্টোবরে যে হারে কমে আসতো সংক্রমণ, এবার তেমনটা হবে না।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ৩১ জনের। পুরো বছর আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন ৭ হাজার ৩৯৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৫১৬ জন।

/এমএন

Exit mobile version