চীনের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৬

|

চীনের সিচুয়ান প্রদেশে হওয়া ভূমিকম্পে এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। গৃহহীন হয়েছেন কয়েক লাখ মানুষ। চীনা সংবাদমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্সের।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংডুসহ বেশ কয়েকটি শহর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং চোংকিংসহ কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, শক্তিশালী এই ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়িঘর গুড়িয়ে গেছে। এর ফলে একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে পড়ে তাৎক্ষণিকভাবে। তবে ভূমিকম্পের কেন্দ্রের ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত জলবিদ্যুৎকেন্দ্র এবং বাঁধের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply