Site icon Jamuna Television

সশরীরে সামরিক মহড়া পরিদর্শনে পুতিন

মহড়া পরিদর্শনকালে পুতিন।

রুশ নেতৃত্বাধীন আলোচিত যৌথ সামরিক মহড়া ভস্টক টুয়েন্টি টু পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আনাদোলুর।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সশরীরে এ মহড়া পরিদর্শন করেন তিনি। এরইমধ্যে সপ্তাহব্যাপী এ মহড়ায় অংশ নিয়েছে চীন ভারত, বেলারুশসহ আরও বেশ কয়েকটি দেশ। রাশিয়াসহ সাত দেশের মোট ৩ লাখ সেনা, ৩৬ হাজার যুদ্ধ সরঞ্জাম, এবং হাজারের বেশি বিমান অংশ নিয়েছে মহড়ায়। মহড়ায় নতুন যুদ্ধজাহাজ এবং সাবমেরিন নিয়ে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছে চীন ও রাশিয়া। এর পাশাপাশি দূর পাল্লার কামান এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে চলে যুদ্ধের প্রশিক্ষণ।

মহড়া পরিদর্শনকালে জেনারেলদের সাথে আলাপরত ভ্লাদিমির পুতিন।

মূলত, মিত্র দেশগুলোর মধ্যে সম্পর্কন্নয়ন এবং সামরিক প্রযুক্তি ও কলাকৌশল আদান-প্রদানের উদ্দেশ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

/এসএইচ

Exit mobile version