টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা, দেখুন দুই দলের একাদশ

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ভারতের জন্য এই ম্যাচ অনেকটাই বাঁচা-মরার লড়াই। পাকিস্তানের কাছে হারার পর আসরের ফাইনালের টিকিট কাটতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রোহিত শর্মার দলের।

অন্যদিকে, আফগানিস্তানকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। আজ ভারতকে হারাতে পারলেই এশিয়া কাপের ফাইনাল অনেকটাই নিশ্চিত হবে লঙ্কানদের।

ভারতীয় দলে এসেছে একটি পরিবর্তন। লেগস্পিনার রবি বিষ্ণয়ের জায়গায় এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামবে শ্রীলঙ্কা।

ভারত একাদশ:  রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও আরশদীপ সিং।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দো।

আরও পড়ুন: যে তিন ফর্মুলায় ভারতকে হারাতে পারে শ্রীলঙ্কা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply