Site icon Jamuna Television

সোশ্যাল মিডিয়ায় তারকাদের সালমান স্মরণ

ছবি: সংগৃহীত

রূপালি পর্দার চির সবুজ বাংলাদেশি নায়ক সালমান শাহ চলে যাওয়ার ২৫ বছর পেরিয়ে গেলেও সবার মনে এখনও সমান দ্যুতিতে জ্বলজ্বল করছেন তিনি। তার ২৬তম মৃত্যুবার্ষিকীতে ঢালিউড তারকারা তাকে নিয়ে অন্তর্জালে দিয়েছেন ভালোবাসার বার্তা।

শীর্ষ নায়ক শাকিব খান তার ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে স্মরণ করেছেন সালমান শাহকে। খল অভিনেতা মিশা সওদাগরের স্মৃতিতেও ভাস্মর সালমান শাহ।

মিশা লিখেছেন, চলে যাওয়ার ২৬ বছরেও সালমান শাহ সমসাময়িক।

এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর স্মরণবার্তায় পাওয়া যায় অনেক কথা। প্রিয় নায়ককে ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, অমর নায়ক সালমান শাহর স্টাইল, কথা-বার্তা, চলন, হাসি, রুচিবোধ সবকিছুতেই যেন রাজত্বের ছাপ রেখে গেছেন তিনি।

জনপ্রিয় নায়ক সিয়াম একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, একটি গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য সালমানকে ধন্যবাদ।

পাশাপাশি চিত্রনায়ক সাইমন সাদিকও ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সালমানের প্রতি শুদ্ধা জ্ঞাপন করেছন। 

Exit mobile version