Site icon Jamuna Television

‘ব্রহ্মাস্ত্র’র পাশে দিল্লি হাইকোর্ট

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আর মাত্র দুদিন পর ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমার বাজেট ৪১০ কোটি রুপি। ফলে এটিই এখন বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এ কারণে প্রযোজক-তারকাদের ঝুঁকির পরিমাণ অনেক বেশি। সিনেমা মুক্তির পরই তা পাইরেসি হয়ে বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে যায়।

এ শঙ্কা এড়াতেই রণবীর-আলিয়ার পাশে দাঁড়িয়েছেন দিল্লি হাইকোর্ট। ‘ব্রহ্মাস্ত্র’ যাতে ইন্টারনেটে ফাঁস না হয়, সেজন্য কড়া নির্দেশনা দিয়েছেন আদালত। পাইরেসি আটকাতে দিল্লি হাইকোর্টে একটি মামলা করে সিনেমাটির অন্যতম প্রযোজক স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। সে মামলার রায়ে বিচারপতি জ্যোতি সিংহ নির্দেশ দিয়েছেন, সিনেমা প্রেক্ষাগৃহে চলাকালীন কোনো ওয়েবসাইটে প্রদর্শন করা যাবে না। এজন্য সক্রিয় পাইরেসি ওয়েবসাইটগুলো বন্ধেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version