Site icon Jamuna Television

হ্যাপি বার্থডে ইদ্রিস

ইদ্রিস এলবার ৫০তম জন্মদিন আজ।

ব্রিটিশ অভিনেতা, প্রযোজক, পরিচালক, সঙ্গীতজ্ঞ এবং ডিজে ইদ্রিস এলবার ৫০তম জন্মদিন আজ।

১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তিনি এইচবিও ধারাবাহিক দ্য অয়্যারে মাদক পাচারকারী স্ট্রিঙ্গার বেল, বিবিসি ধারাবাহিক লুথার-এ জন লুথার এবং জীবনীনির্ভর চলচ্চিত্র ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম-এ নেলসন ম্যান্ডেলা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

তিনি সেরা মিনি ধারাবাহিক বা টেলিচলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য চারবার মনোনয়ন লাভ করেন এবং একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও প্রাইমটাইম এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাঁচবার। আজ জনপ্রিয় এই অভিনেতার ৫০ তম জন্মদিন। তার জন্মদিনে যমুনা নিউজের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে ইদ্রিস।

/এসএইচ 

Exit mobile version