Site icon Jamuna Television

ম্যাডোনার বায়োপিক, নারী বিদ্বেষের অভিযোগে পরিচালনা করছেন নিজেই

ছবি: সংগৃহীত

মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা লুইস, যিনি সবার কাছে পরিচিত ম্যাডোনা নামেই। নিজের অনন্য গায়কি ও রুপের গুনে তিনি স্থান পেয়েছেন অগণিত দর্শক-শ্রোতার হৃদয়ে। এবার তার জীবনী আসছে বড় পর্দায় আর এ সিনেমা পরিচালনা করছেন ম্যাডোনা নিজেই!

গত ৪০ বছরের বেশি সময় সঙ্গীতজগতের সাথে যুক্ত আছেন মার্কিন পপশিল্পী ম্যাডোনা। এ মাসেই নিজের ক্যারিয়ার নিয়ে ‘ফাইনালি এনাফ লাভ: ফিফটি নাম্বার ওয়ানস’ নামক একটি রিমিক্স অ্যালবাম বাজারে ছাড়ছেন তিনি। সেই সাথে এগিয়ে চলছে তার আসন্ন বায়োগ্রাফির কাজ।

যেখানে উঠে আসবে শিল্পীর জীবনের সমস্ত কাহিনী। মাত্র ২৫ বছর বয়সে ১৯৮২ সালে সঙ্গীতের দুনিয়ায় পা রাখার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি। একজন পপ তারকা হিসেবে যৌন হয়রানি থেকে শুরু করে দেশপ্রেমহীনতাসহ নানা, ধরনের হয়রানির শিকার হয়েছেন এ পপ তারকা।

১৯৮০’র দশকে নিজের মিউজিক ভিডিওতে ক্রুশ পুড়িয়েছিলেন তিনি, যা নিয়ে তৈরি হয়েছিলো অনেক বিতর্ক। ১৯৯০’র দশকে ‘সেক্স’ নামের একটি বই প্রকাশ করেন। সেখানে হোমোসেক্সুয়ালিটি ও ফেটিশিজম নিয়ে বিস্তৃত আলোচনা ও যথেষ্ট খোলামেলা ছবি প্রকাশ করেন। যা নিয়েও আলোচনা কম হয়নি হলিউডে। 

কিন্তু এসবের মাঝেও তার ভালো অ্যালবামের সংখ্যাও নেহাত কম নয়। চার দশকের ক্যারিয়ারে ম্যাডোনা ১৪টির মতো অ্যালবাম বের করেছেন। ২৫ কোটির মতো রেকর্ড বিক্রি হয়েছে তার। ইতিহাসের বেস্ট-সেলিং নারী সঙ্গীতশিল্পী তিনি।

সঙ্গীতজীবনের শুরুতে তাকে প্রতিযোগিতা করতে হয়েছে প্রিন্স, মাইকেল জ্যাকসন, ব্রুস স্প্রিংসটিন, ফিল কলিনস, জর্জ মাইকেল, ইউটু’র মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গে। কিভাবে এত বড় বড় শিল্পীদের টপকে হয়ে উঠেছেন একজন পরিপূর্ণ নারী সঙ্গীতশিল্পী তারই নানা ধরনের গল্প এবার উঠে আসবে রুপালি পর্দায়।   

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যাডোনা নিজের বায়োগ্রাফির ঘোষণা দেন।

ম্যাডোনা বলেন, সিনেমার প্রোডাকশনের কাজ চলছে। অনেক মানুষই আমাকে নিয়ে সিনেমা বানাতে চাচ্ছিলেন। কিন্তু, এদের বেশিরভাগই নারীবিদ্বেষী। তাই আমি নিজেই নিজের গল্প পর্দায় ফুটিয়ে তুলতে চাই।

জানা গেছে, বায়োপিকে ম্যাডোনার চরিত্রে অভিনয় করবেন জুলিয়া গার্নার। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে তার বায়োপিকটি। 

/এসএইচ

Exit mobile version