Site icon Jamuna Television

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ওই বৃদ্ধে নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানন, সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের একটি বগিতে উঠার জন্য ঝুলছিলেন ওই বৃদ্ধ। এরপর হঠাৎ তিনি ট্রেন লাইনের উপর পড়ে যান। এসময় ট্রেনটি তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এনিয়ে মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান আলী জানান, মরদেহটি উদ্ধারের জন্য
যশোর জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। সাময়িকভাবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্য একটি লাইনে চলাচল স্বাভাবিক আছে।

এসজেড/

Exit mobile version