Site icon Jamuna Television

প্রোটিয়াদের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে দলে জায়গা পাননি র‍্যাসি ফন ডার ডাসেন।

দলে আছেন কলপ্যাক চুক্তি বাতিল করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রাইলি রুশো। টানা ৪টি টি-টোয়েন্টি ফিফটি পাওয়া রিজা হেন্ড্রিক্সসহ টপ অর্ডারে আছেন কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম। এছাড়াও দলে আছেন হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েইন পারনেল ও ডোয়াইন প্রিটোরিয়াসের মতো অভিজ্ঞ ক্রিকেটার।

তিন পেসার কাগিসো রাবাদা, আইনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিডিসহ স্কোয়াডে আছেন স্পিনার কেশব মহারাজ ও তাবরাইজ শামসি। এছাড়াও বাভুমার দলে জায়গা পেয়েছেন তরুণ উইকেট কিপার ব্যাটার ত্রিস্তান স্টাবস।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতিতে সিমেন্টের উইকেট বানাচ্ছে বিসিবি

/এম ই

Exit mobile version