ছাত্রলীগের একটি ছেলে কখনও স্মোক করেছে, সিগারেট হাতে নিয়েছে, এই ইতিহাস যদি কেউ দেখাতে পারে আমি নিজেই আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেবো। এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঞ্জুর হোসেন স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আরও বলেন, বাংলার ছাত্র সমাজের উত্তাল তারুণ্যের ঢেউ কেউ থামাতে পারেনি। এরশাদ, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়ারা ছাত্র সমাজকে থামাতে পারেনি। তারা রাতে ঘুমোতে গেলেই ছাত্রলীগকে স্বপ্নে দেখে। ছাত্রলীগকে স্বপ্নে দেখার সাথে সাথেই তাদের ঘুম ভেঙে যায়।
নজরুল ইসলাম বাবু আরও বলেন, বাংলাদেশে ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর ইতিহাস। লক্ষ ছাত্র জনতার মাঝে দু’একটি ঘটনা যেটি ঘটেছে, সেটি আসলে গোনায় ধরার মতো না। শত্রুরা সবসময় পরচর্চা করে। পত্রিকায়ও অনেক কিছু আসে। জয়-লেখক চেনেন এবং জানেন, ছাত্রলীগের নেতৃবৃন্দের এমন কেউ কোনো অপরাধ করতে পারে না।
আরও পড়ুন: অলি-বদরুদ্দোজার নেতৃত্বে নতুন বিএনপি গঠিত হচ্ছে: আব্দুর রহমান
/এম ই

