
শুরু হলো চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। সেলটিকের বিপক্ষে বড় জয়ে টুর্নামেন্ট শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
গ্রুপ এফের ম্যাচে ঘরের মাঠে সেলটিক ভালো শুরু করে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে। হাঁটুর ইনজুরিতে ৩০ মিনিটে দলের স্টার পারফরর্মার বেনজিমা মাঠ ছাড়লে রিয়ালের দুশ্চিন্তা বাড়ে। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে রিয়াল। ৫৩ মিনিটে ভিনিসিয়াস প্রথম লিড এনে দেয় রিয়ালকে। ৬০ মিনিটে দুর্দান্ত গোলে দলের ব্যবধান দ্বিগুন করেন লুকা মড্রিচ। আর ৭৭ মিনিটে হ্যাজার্ড স্কোর শিটে নাম তুললে ৩ গোলের ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।
/এমএন



Leave a reply