Site icon Jamuna Television

হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু চেলসির, জয় পেয়েছে পিএসজি-ম্যানসিটি

অপ্রত্যাশিত হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলো চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ই এর ম্যাচে ক্রোয়েশিয়ার ক্লাব ডিনামো জাগ্রেবেরে মুখোমুখি হয় ব্লুরা। ম্যাচের ১৩ মিনিটেই লেটস উইঙ্গার মিসলাভ ওরসিচের গোলে লিড নেয় জাগ্রেব। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে টুখোল শীষ্যরা। কিন্তু বল পজেশন, আক্রমণের সংখ্যায় এগিয়ে থাকলেও গোল না পাওয়ায় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় চেলসিকে।

তবে রাতের হাইভোল্টেজ ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে য়্যুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। গ্রুপ এইচের ম্যাচে পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে য়্যুভেন্টাসকে আতিথ্য দেয় প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচের ৫ম মিনিটেই নেইমারের অ্যাসিস্ট থেকে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ২২ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে, এবার যোগানদাতা আশরাফ হাকিমি। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ দেয় জুভেরা। ৫৩ মিনিটে ওয়েস্টন ম্যাককেনি নাম তোলেন স্কোর শিটে। কিন্তু ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় পায় পিএসজি।

আর ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে বিদ্ধস্ত করেছে শিরোপার আরেক দাবিদার ম্যানচেস্টার সিটি। গ্রুপ জি এর ম্যাচে ২০ মিনিটে হ্যালান্ডের গোলে সেভিয়ার বিপক্ষে প্রথম লিড নেয় সিটিজেনরা। ৫৮ মিনিটে ফিল ফোর্ডেন সেভিয়ার জালে দ্বিতীয়বার বল জড়ান। ৬৭ মিনিটে সিটির তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন হ্যালান্ড। আর ইনজুরি সময়ে রুবেন দিয়াজ স্কোর শিটে নাম তুললে ৪-০ গোলের বড় জয় পায় গার্দিওলার দল।

/এমএন

Exit mobile version