Site icon Jamuna Television

মৌলভীবাজারে বাঁধ ভেঙে শহরে ঢুকছে পানি

মৌলভীবাজারের বড়হাট এলাকায় প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। পৌর এলাকায় প্রবেশ করছে পানি।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে বাঁধের ২০ ফুট এলাকায় ভাঙন দেখা দেয়। এতে পানি পৌর এলাকার কুসুমবাগ দিয়ে চলে যাচ্ছে ভাটি এলাকার দিকে। এখন পর্যন্ত ধলাই নদীর পানি কিছুটা কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মনু নদের পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে। নদ-নদীতে পানি বৃদ্ধির ফলে কুলাউড়া ও রাজনগর উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ওই দুই উপজেলায় দুর্গতদের সহায়তায় কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। প্লাবনে জেলায় মৃত্যু হয়েছে পাঁচ জনের।

Exit mobile version