Site icon Jamuna Television

ইকোনমিক জোনে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি জানিয়েছেন, ভারত বিদ্যুৎ চালিত যানবাহন বাংলাদেশে রফতানি করতে চায়। ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চায় অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান। ভারতের সঙ্গে কম্প্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) অবশ্যই হবে, তবে কিছুটা সময় লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব, এই চুক্তি করতে চায় বাংলাদেশ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে পদ্মা সেতু দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। কারণ, শুধু বাংলাদেশ নয়, পদ্মা সেতু নির্মাণে এ অঞ্চলের সব দেশই কমবেশি উপকৃত হচ্ছে।

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি। সাক্ষাতে দুই দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।

সফরের কর্মসূচি হিসেবে বুধবার বিকেলে মুজিব স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ এবং যুদ্ধাহত ভারতীয় সৈনিকদের পরিবারের সদস্যদেরকে এ স্কলারশিপ দেয়া হবে।

গতকাল মঙ্গলবার ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ-ভারতের মধ্যে ৭ টি সমঝোতা স্মারক সই হয়। সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

/এমএন

Exit mobile version