Site icon Jamuna Television

অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে সাবান, ডিটারজেন্ট ও টুথপেস্টের দাম: ভোক্তা অধিকার

অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে সাবান, ডিটারজেন্ট ও টুথপেষ্টের দাম; এমন পর্যবেক্ষণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে তাদের এমন পর্যবেক্ষণের কথা জানায় সংস্থাটি।

মতবিনিময় সভায় বলা হয়, নিত্য ব্যবহার্য পণ্যের যতটুকু দাম হওয়া উচিত তা মানা হচ্ছে না৷ সুযোগ নিচ্ছে অনেক ব্যবসায়ী ও উৎপাদনকারী। তাই বড় বড় কোম্পানিতে কেন অভিযান করা হবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা। দাবি, এভাবে চললে সাপ্লাই চেইনে সমস্যা থেকে যাবে৷

৩০ টাকার পণ্য ৫০ টাকা হলে, সে দাম কীভাবে যৌক্তিক তার বাখ্যা চান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। সাম্প্রতিক সময়ে ১৫০ গ্রাম ওজনের ‘গায়ে মাখার সাবানের’ দাম ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি ডিটাজেন্টের দাম বেড়েছে ১০-১৫ টাকা।

/এমএন

Exit mobile version