Site icon Jamuna Television

ভয়াবহ বন্যা পরিস্থিতি বেঙ্গালুরুতে, রাস্তায় নৌকা

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের বেঙ্গালুরুতে। পানিবন্দি দক্ষিণাঞ্চলীয় শহরটির লাখ লাখ মানুষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার শুরু হওয়া বৃষ্টিপাত চলে মঙ্গলবার রাতভর। ডুবে গেছে বহু রাস্তাঘাট। চরমভাবে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অনেকে শহরের মধ্যে নৌকায় যাতায়াত করছে। বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

এরই মধ্যে দুর্গত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। মানবেতর দিন কাটাতে হচ্ছে পানিবন্দিদের। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে, পানি আটকে থাকার জন্য শহরের অপরিকল্পিত ড্রেইনেজ ব্যবস্থাকে দায়ী করছেন স্থানীয়রা।

চলতি মৌসুমে ১৬২ শতাংশ বেশি বৃষ্টিপাত দেখেছে ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত শহরটি। সোমবারই রেকর্ড করা হয় ৭৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত।

ইউএইচ/

Exit mobile version