Site icon Jamuna Television

কঙ্গোয় উদ্বোধনের আগেই অতিথিদের নিয়েই ভেঙে পড়লো সেতু

ছবি: সংগৃহীত

সেতু উদ্বোধনের জন্য কর্মকর্তাদের নিয়ে সদলবলে ফিতা কাটার আগ মুহূর্তেই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেতুটি। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে এই ঘটনা ঘটেছে ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বর্ষাকালে বাসিন্দাদের নদী পারাপারে সুবিধার জন্য সেতুটি তৈরি করা হয়েছিল।

এদিকে উদ্বোধনের সময় সেতুটি ভেঙে পড়ার সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে সেতুর ওপর দাঁড়িয়ে রয়েছেন কর্মকর্তারা।

সেতু উদ্বোধনের কার্যক্রম হিসেবে ফিতা কাটলেই শেষ হবে অনুষ্ঠান। কিন্তু এক নারী অতিথি ফিতা কাটার জন্য কাঁচি হাতে নিতেই সবাইকে নিয়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।

খবরে বলা হয়, সেতুটি ভেঙে পড়ার এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। উপস্থিত নিরাপত্তাকর্মীরা সাথে সাথেই ভুক্তভোগীদের উদ্ধার করেন।

Exit mobile version