Site icon Jamuna Television

ভারতজুড়ে ৩৫০০ কিলোমিটার পদযাত্রা শুরু করলো কংগ্রেস

ছবি: সংগৃহীত

ভারতজুড়ে সাড়ে তিন হাজার কিলোমিটার পদযাত্রা শুরু করলো দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। বুধবার (৭ সেপ্টেম্বর) কন্যাকুমারীতে ‘ভারত জোড়ো যাত্রা’ নামের কর্মসূচির উদ্বোধন করেন রাহুল গান্ধি।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী এবং বাবা রাজীব গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। সেখানে মহাত্মা গান্ধি মণ্ডপের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। মূলত নেতাকর্মীদের উজ্জীবিত করতেই কংগ্রেসের এ পদক্ষেপ।

পাঁচ মাসের পদযাত্রায় ১২টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে যাবেন দলটির নেতাকর্মীরা। দিনে ৬ থেকে ৭ ঘণ্টা হাটার পরিকল্পনা কংগ্রেস নেতাদের। কাশ্মির গিয়ে শেষ হবে এই কর্মসূচি।

এ সময় পথসভা এবং জনসভায় রাহুল গান্ধি তুলে ধরবেন মূল্যস্ফীতি, বেকারত্ব এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির মতো মৌলিক ইস্যুগুলো। সম্প্রতি এটাই কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক পদযাত্রা কর্মসূচি। ২০২৪ সালে দেশটির পরবর্তী লোকসভা নির্বাচন।

ইউএইচ/

Exit mobile version