দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ গুরুত্বপূর্ণ অনেক শহর ভেসে গেছে বন্যায়। এরই মধ্যে দেশটিতে আঘাত হানা টাইফুন হিন্নামনরের আঘাতে সৃষ্ট বন্যায় একটি ভূগর্ভস্থের গাড়ি পার্কিংয়ে আটকে পড়ে ৭ জন মারা গেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া সবাই তাদের গাড়ি সরাতে পার্কিংয়ে নেমেছিলেন। সে সময় হঠাৎ আসা জলস্রোতে তারা আটকা পড়েন।
উদ্ধারকর্মীরা বলেছেন, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সেখান থেকে তারা দু’জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত এই দু’জন ১২ ঘণ্টা একটি সিলিং পাইপ আঁকড়ে ধরে ছিলেন। জীবিত দু’জনের অবস্থা এখন স্থিতিশীল।
ঘটনার শিকার ৯ জনই একই অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দা। মঙ্গলবার সকালেই ম্যানেজমেন্ট অফিস কার পার্কিং থেকে তাদের গাড়ি সরাতে বললে তারা সেখানে যায়।
/এনএএস

