Site icon Jamuna Television

স্কুল এলাকার ১০০ গজে প্রাইভেটকার নেয়া যাবে না: ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

ঢাকা উত্তর সিটির স্কুল এলাকার একশো গজের মধ্যে স্কুল বাস ছাড়া কেউ প্রাইভেটকার নিয়ে সন্তানদের ওঠানামা করাতে পারবেন না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৭ সেপ্টেম্বর) নগর ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় ‘শ্যাটল ফর স্কুল’ নামে একটি অ্যাপের উদ্বোধন করা হয়। এই অ্যাপ দিয়ে বাসা থেকে স্কুলে রওনা দেয়া থেকে শুরু করে স্কুলে গিয়ে পৌঁছানো পর্যন্ত সন্তানের অবস্থান জানতে পারবেন অভিভাবকরা। জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের জন্য একই অ্যাপের আলাদা রেজিস্ট্রার্ড উইং থাকবে। শুরুতে চারটি স্কুলে পাইলটিং করা হবে। এরপর সব স্কুলে চালু হবে এ সেবা।

মেয়র জানান, রাজধানীতে এসি কোচ, নন এসি কোচ নামানোর উদ্যোগ নেয়া হচ্ছে। ৩০ সিটের এসি বাসে ২ কিলোমিটার পর্যন্ত দূরত্বে সর্বনিম্ন ভাড়া ৬ হাজার ৮৮০ টাকা। ১৩ কিলোমিটার পর্যন্ত এ ভাড়া ৭ হাজার ৫৬০ টাকা। ৪ কিলোমিটার ও ৬ কিলোমিটার পর্যন্ত এ ভাড়া ৪ হাজার ২০০ এবং ৬ হাজার ৭৭০ টাকা। স্কুলের সময়সূচিও একটা সময়ে করা হচ্ছে বলে জানান ডিএনসিসি মেয়র।

আরও পড়ুন: সড়ক নিরাপত্তা এখন বড় দুর্ভাবনার বিষয়: ওবায়দুল কাদের

/এম ই

Exit mobile version